1. [email protected] : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক বন দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে, আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় আশিকুর রহমান শামি,শেরপুর উপ পরিচালক, কৃত্তিম প্রজনন কেন্দ্র ড. আবু সাইদ সরকার,বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শেরপুর সুমন সরকার,
শেরপুর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন,
রাংটিয়া রেঞ্জ সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান,এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ অংশ গ্রহন করেন। অতিথিদের বক্তব্য শেষে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বালিজুড়ি রেঞ্জ এর সামাজিক বনায়নের পঞ্চান্ন জন উপকারভোগীদের প্রাপ্য লভ্যাংশ মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক প্রদান করা হয়।

বার্তাপ্রেরকঃ-
আনিছ আহমেদ
শেরপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost