1. [email protected] : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ক্রেতা সেজে ব্যবসায়ীর টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বাজারে অভিনব কায়দায় মলম পাটি শয়তানের শ্বাস মেডিসিন ব্যবহার করে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ৫৮হাজার টাকা নিয়ে গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান- উপরোক্ত বাজারে চাউল ব্যবসায়ী আনিক উল্লাহ দোকানে ক্রেতা সেজে একজন লোক এককেজি চাল ক্রয় করে একশত টাকার নোট প্রদান করলে।

ওই লোকের সাথে থাকা অপর জন ৫শত টাকা নোটের ভাংতি চাইলে দোকাদার ভাংতি দেওয়ার পর আর কিছু বলতে পারে না। তারা টাকা দেয়ার কথা বললে স্বেচ্ছায় কেশ থেকে ৫৮ হাজার টাকা দেন।

ক্রেতা সেজে প্রতারক চক্র টাকা হাতিয়ে চম্পট দেয়, কিছুক্ষণ পর দোকানদারের হুস হলে দেখেন তার টাকা নাই।

এদিকে প্রনর নামে আরেক ফার্মেসী ব্যবসায়ীর দোকান থেকে একই কায়দায় সম্প্রতি একই বাজার থেকে হাতিয়ে নেয় ৪২ হাজার টাকা।

এসব ঘটনায় জগ্ননাথপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংকের সৃষ্টির হয়েছে। এ ব্যাপারে বাজার ব্যবস্হাপনা কমিটির সদস্য (সাবেক সম্পাদক) মশাহিদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন।

প্রসঙ্গত ঈদের কেনা কাটা যখন জগন্নাথপুর বাজারে জমে উঠেছে। এমনি সময়ে একেরপর এক ঘটনায় ব্যবসায়িরা উদিগ্ন হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost