1. [email protected] : admin :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

উপকূলীয় লবণাক্ত এলাকায় বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত

 

খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বসুরাবাদ গ্রামে বিনা চাষে আলু উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১২ মার্চ ২০২৫ বুধবার প্রদীপন,খুলনা এর তত্ত্বাবধানে, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (CIP),বাংলাদেশ এর আর্থিক সহায়তায় পটেটো প্রোডাকশন থ্রু জিরো টিলেজ উইতথ স্ট্রমালচ্ (PZTM) প্রকল্পের আওতাধীন অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: আবুবক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার, বটিয়াঘাটা খুলনা ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন,রিসার্চ -এগ্রোনোমি, সিআইপি- বাংলাদেশ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল আহম্মেদ চৌধুরী, আঞ্চলিক সমন্বয়কারি,প্রদীপন, খুলনা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রিয়াজ,প্রকল্প সমন্বয়কারি,প্রদীপন, খুলনা।
(মোঃ আলমগির হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার, বটিয়াঘাটা, খুলনা।)

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে মোঃ রিয়াজ, প্রকল্প সমন্বয়কারি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন।এরপর অতিথিবৃন্দ, সিএনএস এবং ৫০ জন কৃষক – কৃষাণীর উপস্থিততে কৃষক প্রসেন তরফদার এর প্রদর্শনী মাঠে বারি আলু-৭২ ও বারি আলু ৭৮(লবন সহনশীল)জাতের আলু উত্তোলন করাহয় এবং হেক্টর প্রতি যথাক্রমে ২৫.৬০ টন এবং ২৫.১০টন ফলন পাওয়া যায়।হেক্টর প্রতি এত অধিক ফলন দেখে উপস্থিত সকল কৃষক কৃষাণি অভীভূত হয় এবং বিনা চাষে আলু উৎপাদনে আগ্রহ প্রকাশ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের অধিকাংশ জমি আমন ধান কর্তনের পর পতিত থাকত। এই বিপুল পরিমাণ পতিত জমি চাষের আওতায় আনার জন্য প্রকল্পটি হাতে নেয়া হয় এবং বিগত চার বছর বিনা চাষে আলু উৎপাদন করে কৃষকের মাঝে আশার আলো জাগ্রত করেছে। কৃষক শিশির সরকার তার অভিব্যক্তি প্রাকাশ করে বলেন, আমরা কখোন ভাবতে পারিনি লবণাক্ত এলাকায় এমন সোনার ফসল ফলতে পারে। আমরা প্রকল্পের এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং প্রদীপনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে গতবছর নভেম্বর মাসে পিজেডটিএম প্রকল্পের অধীনে প্রদীপনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রাপ্ত ২১০ জন কৃষককে বিনা চাষে আলু উৎপাদনের জন্য ২০ কেজি করে লবন সহনশীল আলুবীজ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost