1. [email protected] : admin :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটির (NBTS) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভাপতি মো. রামজান আলী সৌকত, সম্পাদক আরিফ হোসেন।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত

 

মোবারক হোসেন রনি
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটি (NBTS)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি এক বিশেষ আয়োজনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সদস্যরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন এবং NBTS-কে আরও কার্যকর ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবেন।
নতুন নেতৃত্বে NBTS
নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রামজান আলী সৌকত, যিনি বর্তমানে চর্কা (PRAN-RFL Group)-এর জেনারেল ম্যানেজার – মার্চেন্ডাইজিং ও মার্কেটিং (হেড অব মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন, যিনি NR Textile Solution-এর পরিচালক ও Fabric Network Sourcing-এর সিইও হিসেবে কাজ করছেন।

NBTS-এর নতুন কেন্দ্রীয় কমিটি (২০২৫-২০২৬)
প্রধান নির্বাহী সদস্যরা:
প্রেসিডেন্ট:
মো. রমজান আলী সৌকত – জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও মার্চেন্ডাইজিং ), চর্কা (PRAN-RFL Group)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট:
জহুরুল ইসলাম (জহির) – ম্যানেজিং ডিরেক্টর, Canton Fashion Ltd.
ভাইস প্রেসিডেন্ট:
মো. শহিদুল ইসলাম – ডেপুটি জেনারেল ম্যানেজার, Taratex Fashion Ltd.
সাধারণ সম্পাদক:
মো. আরিফ হোসেন – পরিচালক, NR Textile Solution; সিইও, Fabric Network Sourcing
যুগ্ম সাধারণ সম্পাদক:
তৌফিক আহমেদ – ডেপুটি ম্যানেজার (প্ল্যানিং), চর্কা টেক্সটাইল লিমিটেড
নূরনবী তালুকদার – সহকারী ম্যানেজার (PPC), Palmal Group
কোষাধ্যক্ষ:
মো. মাসুম ইসলাম – Executive Head of IT Management, Public Speaking Official (PSO)
মো. সেলিম রেজা – AGM, V20 Fabrics Ltd.
সাংগঠনিক সম্পাদক:
মো. সামিউল ইসলাম – ফাউন্ডার, RMG Skill Development Training Center
মো. রুবেল ফারাজি – হেড অব কোয়ালিটি, Advanced Composite Textile Ltd.
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
মো. শরীফ হাসান – ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), NR Group
মো. জাকির সরকার – ফাউন্ডার, NBTS
আইটি ও প্রযুক্তি সম্পাদক:
আতিক ফকির – সহকারী ম্যানেজার, নিটিং অ্যান্ড ডাইং
আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক:
মো. আরিফুল ইসলাম – সহকারী ম্যানেজার (AOP), Mithela Textile Industry
গবেষণা ও উন্নয়ন সম্পাদক:
মো. সাইদুস সকলাইন – ম্যানেজিং ডিরেক্টর, Eco Healing Accessories Ltd.
মানবসম্পদ উন্নয়ন সম্পাদক:
মো. মাহবুবুর রহমান – পরিচালক, J.M. Fabrics
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক:
মো. ইয়াকুব হোসেন জুয়েল – বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
অফিস সম্পাদক:
মো. মনোয়ার হোসেন – ম্যানেজার, Akij Group
Member Secretaries:
এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ইউসুফ হাসান, মো. জাহিদুল ইসলাম (জাহিদ), মো. রুহুল আমিন, আহমাদুল্লাহ সিদ্দিক, মো. মোহতাজুল ইসলাম (মুন্না), মো. শরিফুল ইসলাম, ফাহিম হোসেন মুন ও মো. মনিরুজ্জামান মনি।

মেন্টর ও অ্যাডভাইজরি বোর্ড
NBTS-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং নতুন প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের দিকনির্দেশনা দিতে গঠিত হয়েছে একটি মেন্টর ও অ্যাডভাইজরি বোর্ড।
মেন্টরস:
মো. রুহুল আমিন – চেয়ারম্যান, Akota Composite Mills Ltd.; চেয়ারম্যান, M.G. Cotton Mills Ltd.; চেয়ারম্যান, Amin Green Textile Mills Ltd.; ম্যানেজিং ডিরেক্টর, Akando Textile Mills Ltd.; ম্যানেজিং ডিরেক্টর, Amin Green Agro Industries Ltd.
এ.টি.এম কামরুজ্জামান – ম্যানেজিং ডিরেক্টর, Mak Packaging & Accessories Ltd.; পরিচালক, BGAPMEA
মো. সোহেল রানা – চিফ এক্সিকিউটিভ অফিসার, Sabah Designers Ltd.
মো. আব্দুল হামিদ – East West Industrial Park
অ্যাডভাইজরি বোর্ড:
মো. শহিদুল ইসলাম সরকার – চিফ অ্যাডভাইজর, NBTS কেন্দ্রীয় কমিটি; পরিচালক, BAGMA Institute
মো. আব্দুল মোমেন জীবন – AGM (Internal Audit), Dekk Legacy Group; অ্যাডভাইজর, NBTS কেন্দ্রীয় কমিটি
মো. মাহাদি হাসান তুষার – জেনারেল ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), Sepal Group; অ্যাডভাইজর, NBTS কেন্দ্রীয় কমিটি
জাহাঙ্গীর আলম – হেড অব প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন, Padma Textile Ltd.; অ্যাডভাইজর, NBTS কেন্দ্রীয় কমিটি
মো. নূর-ই-আলম সিদ্দিক – হেড অব প্রোডাকশন, Palmal Group; অ্যাডভাইজর, NBTS কেন্দ্রীয় কমিটি

NBTS-এর ভবিষ্যৎ পরিকল্পনা
নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. রমজান আলী শায়ক বলেন,
“NBTS-এর মাধ্যমে আমরা টেক্সটাইল ও গার্মেন্টস পেশাজীবীদের জন্য আরও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দক্ষতা উন্নয়ন, মেন্টরশিপ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের সদস্যদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন বলেন,
“আমরা NBTS-কে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যা আমাদের সদস্যদের জন্য বাস্তবিক উন্নয়নের সুযোগ তৈরি করবে। একসঙ্গে কাজ করে আমরা NBTS-কে আরও শক্তিশালী ও গতিশীল করবো।”

NBTS সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি
NBTS হলো একটি পেশাদার সংগঠন, যা টেক্সটাইল ও গার্মেন্টস খাতে কর্মরতদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে কাজ করে। এটি ১০০+ কর্পোরেট লিডারদের নেটওয়ার্ক তৈরি করেছে, যার মধ্যে CEO, CXO, HR প্রফেশনাল, মেরচেন্ডাইজার, মার্কেটার, সাপ্লাই চেইন এক্সপার্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন।
NBTS-এর মেন্টরশিপ, ইন্ডাস্ট্রি ইনসাইটস ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সদস্যরা পেশাগত জীবনে অগ্রসর হতে প্রয়োজনীয় সহায়তা পান। এটি একটি অলাভজনক সংগঠন, যা উত্তরবঙ্গ ও বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

‎জনস্বাস্থ্যের প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ‎ ‎নিজেস্ব প্রতিবেদক: ‎ ‎জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মো. জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিহীনতা তুলে ধরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন। ‎ ‎মূল্যায়ন কমিটির যৌক্তিক পদক্ষেপ: ‎ ‎নির্দিষ্ট একটি প্রকল্পের দরপত্র মূল্যায়নে সময় বেশি লাগার বিষয়ে জহির উদ্দিন দেওয়ান স্পষ্ট করেছেন যে, দরপত্র মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কমিটি সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। তিনি জানান, দরপত্রের ভালো মূল্যায়ন নিশ্চিত করতে সময় লাগতেই পারে এবং এটি তার একক সিদ্ধান্ত নয়, বরং কমিটির সম্মতিক্রমেই বাস্তবায়িত হয়। ‎ ‎পিপিআর ২০০৮-এর বিধি ১৯/২০/২১ অনুযায়ী দরপত্র মূল্যায়নের সময় বৃদ্ধি করার সুযোগ রয়েছে, যা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর বোঝা উচিত। এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা- ২০০৮ অনুসারে হয়ে থাকে। অথচ তারা এটি না বুঝেই ভিত্তিহীন অভিযোগ করছে, যা প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই নয়। ‎ ‎ঘুষের অভিযোগ: মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ‎ ‎ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর আরেকটি গুরুতর অভিযোগ ছিল যে, প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান দরপত্রের জন্য ৬% টাকা অবৈধভাবে দাবি করেছেন। এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “দরপত্র মূল্যায়ন একটি গোষ্ঠীগত সিদ্ধান্ত, এখানে আমার একক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।” ‎ ‎তিনি আরও বলেন, “একটি দরপত্র বাতিল করার ক্ষমতা আমার একার হাতে নেই। এটি বিধিবদ্ধ নিয়মের মধ্যেই হয়ে থাকে। অথচ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে আমাকে ভুলভাবে উপস্থাপন করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।” ‎ ‎ঠিকাদারি প্রতিষ্ঠানের অসৎ উদ্দেশ্য: ‎ ‎বিশ্লেষকরা মনে করছেন, কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের স্বচ্ছ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে। তাদের উদ্দেশ্য হলো প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা, যাতে নিজেদের পক্ষে সুবিধা আদায় করা যায়। প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান বরাবরই দুর্নীতিমুক্ত পরিবেশে কাজ করার পক্ষে ছিলেন, যা কিছু অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। ‎ ‎ ‎সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান ও তার দল সময় নিয়ে দরপত্র মূল্যায়নের কাজ করছে। কিন্তু কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধি করতে ভিত্তিহীন অভিযোগ এনে প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে কোনো প্রকৌশলী মিথ্যা অভিযোগের শিকার না হন এবং উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত হয়। ‎ ‎

All rights reserved © 2019
Design By Raytahost