নিজস্ব প্রতিবেদক
: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় হামলার শিকার হয়েছেন। এমনকি তার মোবাইল ফোন ভেঙ্গে ফেলেছেন হামলাকারীরা। এঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটি সহ দেশের বিভিন্ন জেলা/উপজেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের সন্মানিত গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বানিজ্য মেলার শেষদিনে এ ঘটনা ঘটে।
এদিকে হামলার অভিযোগে বানিজ্য মেলার ঈগলু আইসক্রিমের স্টলের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিক জয়নাল আবেদীন জয় বলেন, সকালে ঈগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে গেটের নিরাপত্তাকর্মীদের সাথে তাদের হাতাহাতি হয়। এ সময় আমি মোবাইল ফোন দিয়ে ও আমার ক্যামেরাপারসন ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে আমাদের ওপর চড়াও হয় ঈগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা। একপর্যায়ে তারা আমাকে মারধর শুরু করেন। তারা আমার দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈগলু আইসক্রিমের স্টলের দুইজন কর্মচারীকে আটক করে। পরে স্টলটি বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) সালাউদ্দিন বলেন, ঈগলুর দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মেলায় ব্লেজার ও ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
Leave a Reply