1. [email protected] : admin :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত চলনবিল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪ বার পঠিত

 

পাবনা চাটমোহর থেকে সোহেল রানা জয়ের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত।

পাবনা চাটমোহর হান্ডিয়াল দরাপপুর ভাঙ্গা নামক বিলে শীতের হিমেল হাওয়ায় অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে চলনবিল অধ্যুষিত পাবনা চাটমোহ উপজেলার দরাপুর গ্রামের অবদার ভাঙ্গা নামক বিলে

হাজার হাজার পাখি সারাক্ষণ মুখরিত করে রেখেছে । পাখি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে পাখি প্রেমীরা। এখন পানি অনেকটাই কমে গেছে, তবুও এর সৌন্দর্য একফোঁটাও কমেনি। বেশ কয়েক বছর ধরেই বেড়েছে চলনবিল অতিথি পাখির আনাগোনা। প্রতিবছর শীত মৌসুমে চলনবিলে যেন হয়ে যায় পাখির আবাসস্থল। এবারও এ বিলে বাসা বেঁধেছে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ হাজারো অতিথি পাখি।
ফলে বিভিন্ন এলাকা থেকে পাখি প্রেমীরা দল বেঁধে আসছেন পাখি দেখতে। শীতকাল এলেই এই চলনবিলে অতিথি পাখির কিচির-মিচির শব্দে মুখরিত হয়ে উঠে। খুব বড় না হলেও বিলটি পাখির কারণে বেশ পরিচিতি লাভ করেছে। পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি, উড়ে চলা, নীরবে বসে থাকা মানুষকে আকৃষ্ট করে। তাই দূর দূরান্ত থেকে লোকজন এক নজর পাখি দেখার জন্য এখানে আসে।
সরেজমিনে দেখা গেছে, শান্ত জলের বুকে কচুরিপানার সবুজ গালিচার মাঝে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচির-মিচিরে মুখরিত চারপাশ। পিয়াং হাঁস, পাতি সরালি, লেঙজা হাঁস, বালি হাঁস, পাতিকূটসহ দেশি জাতের শামুকখোল, পানকৌড়ি, ছন্নি হাঁস বিল এলাকা মুখরিত করে তুলছে। কিন্তু পরিমাণে গত বছরের প্রায় অর্ধেক। এবছরও তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ অনেক অতিথি পাখিই চোখে পড়ার মত।
অতিথিদের রক্ষায় এবার বেশ তৎপর গ্রামবাসী। কোনো শিকারি যেন পাখিদের আঘাত করতে না পারে তাই নিজ দায়িত্বে পাহারা দিচ্ছে তারা। পাখিদের আশ্রয়স্থল নিরাপদ করতে সহযোগিতা কামনা করেছেন স্থানীয় এলাকা বাসি আর এ বছর চলনবিল দরাপপুর ভাঙ্গা নামক বিলে অনেক পাখি এসেছে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতি বছরই এই অতিথি পাখিগুলো আসে এ নদীতে।
স্থানীয় লোকজন বলেন অতিথি পাখি আমাদের ক্ষতি করে না। অথচ দেশের বিভিন্ন স্থানে এ পাখি শিকার করা হয়। জীবন বাঁচাতে এসে জীবন দিতে হয় ভিনদেশি পাখিদের। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র মুক্তভাবে রক্ষা করতে হবে। সেখানে জনগণকে সচেতন করা হবে। যেন কেউ পাখিদেরকে বিরক্ত ও শিকার না করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost