1. [email protected] : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

পীর গঞ্জে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম উদ্যোগে মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার

(১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস) এই দিন জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস।
দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়। বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ফতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।

আজ ১৬ই ডিসেম্বর (সোমবার) ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪, উদযাপন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর” মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ( ভোর ৬-৪২) মিনিটে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে, শহীদ বেদীতে
পুষ্প্রস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯-০০ মিনিটে উপজেলা চত্বর শহীদ বেদি সহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনেসহ, সব প্রাতিষ্ঠানিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জোহর এর নামাজ শেষে মসজিদে ও অন্যান্য উপাসনালয় সুবিধা জনক সময়ে, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাডো ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল- সন্ধ্যা বিনোদন কেন্দ্র / পার্ক বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

উপস্থিত ছিলেন: বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন রেজি নং এস গভঃ ৪২১৯৯/১৮/ ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা কমিটি সভাপতি মোঃ মাহফুজুর রহমান উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল করিম উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা সদস্য আবু বকর সিদ্দিক রুবেল হক
পীর গঞ্জ উপজেলাস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংস্থা ও প্রেসক্লাবের সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost