রাজধানী ঢাকার উতরাতে কিংফিশার রেষ্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাজ এয়ারওয়েজ লিঃএর শুভ উদ্ভোদন হলো, অনুষ্ঠান টি উদ্বোধন করেন রাজ এয়ারওয়েজ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন প্রজাতন্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পরিচালক, (প্রশাসন) যুব উন্নয়ন অধিদপ্তরের এম এ আখের সভাপতিত্ব করেন এম মামুন রাজ ব্যবস্থাপনা পরিচালক, রাজ এয়ারওয়েজ লিঃ ,বিশেষ অতিথি : মোঃ আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, মোঃশাহেদ আহমেদ শ্রাবণ প্রেসিডেন্ট,এফবি পার্টি, মোবারক হোসেন সাঃসম্পাদক উত্তরা রেস্তোরাঁ মালিক সমিতি, ও উত্তরার শতাধিক ব্যাবসায়িক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতৃস্থানিয় ব্যাক্তি বর্গ। রাজ এয়ারওয়েজ লিঃ অনুষ্ঠানে অভ্যার্থনায় ছিলেন মোঃ মোরশেদ আহমেদ, এম এফ জামান ও রোকেয়া মোর্শেদ কেয়া, সবাই পরিচালক, রাজ এয়ারওয়েজ লিঃ, উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথি বৃন্দরা অনেকেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং রাজ এয়ারওয়েজ লিঃ এর উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।
Leave a Reply