নিজস্ব প্রতিবেদকঃ
অন্তর্বর্তী সরকার ১শ দিন পার হলেও সচিবালায় ও অন্যান্য সরকারি দপ্তর থেকে আওয়ামী লীগের দশক দের সরাতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্ত ফরম্যান প্রধান সমন্বয়ক চাষী মামুন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলরুমে বিপ্লবী জাতীয় সরকারের দাবি রূপরেখা উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে সংগঠনটটি। এ সময় চাষী মামুন আরো বলেন যে আশা নিয়ে ছাত্র জনতা গণঅভুত্থানে যে দেশ আমরা পেয়েছি তাঁর কাঙ্খিত লক্ষণ পূরণে জাতীয় সরকারের বিকল্প নেই। এ সময় সরকারের রূপরেখা তুলে ধরেন তিনি। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নির্বাচন গবেষক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর ড. কলিমুল্লাহ, যুক্ত ফোরামের কবিনেট সেক্রেটারি এ্যাড. বিপ্লব পোদ্দার, যুক্ত ফোরামের সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সমন্বয়ক মাওলানা আশরাফুল হক, সমন্বয়ক দেলোয়ার হোসেনসহ অন্যন্যরা।
সংগঠনের নেতৃবৃন্দদের দাবী আগামী সরকার গঠন হবে তিন বছরের, এবং তিন বছর অন্তর অন্তর জাতীয় নিবার্চন দিতে হবে।
Leave a Reply