1. [email protected] : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে চাঞ্চল্যকর সুজিত দাস হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুজিত দাস হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯, এসময়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সুজিত দাসের চুরি হওয়া সিএনজি উদ্ধার করে র‍্যাব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব ৯।

এসময় আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ এর একটি দল সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আলোচিত সিএনজি চালক সুজিত দাস হত্যা মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করে র‍্যাব ৯।

গ্রেপ্তারকৃতরা সিএনজি চুরির উদ্দেশেই সুজিতকে হত্যা করে বলে প্রাথমিক ভাবে র‍্যাবের কাছে স্বিকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার চিলাউড়া ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ জেলার সদর উপজেলার নোহাটি গ্রামের মৃতঃ তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), একই জেলার বাহুবল থানার পনার আব্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শিবলু মিয়া (২০)।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, রানীগঞ্জ সেতু উপর সুজিত দাসের হত্যাকারী ৩জন আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯, যে ছুড়ি দিয়ে সুজিত কে জবাই করেছে সেই ছুড়িও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত,গত শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রানীগঞ্জ সেতুর ওপর সুজিত দাস নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সুজিত পেশায় সিএনজি ড্রাইভার ছিলেন, হত্যার পরে দুর্বৃত্তরা তার সিএনজি নিয়ে পালিয়ে যায়।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost