ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের টিএনটি সামনে থেকে বাকাইল মেইন রোড পর্যন্ত ৫৬০ মিটার কার্পেটিং সড়কের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ১২ আগষ্ট ২০২৪ এ সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে ।
মঙ্গবার (১৩ আগষ্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে বিটুমিন কম দেওয়ায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। এসময় এলাকার লোকজন সড়কের বিভিন্ন স্থানে পা দিয়ে ঘষা দিয়ে কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য দেখান। স্থানীয় বাসিন্দা শাহ আলম মিয়া সাংবাদিকদের বলেন, ‘কার্পেটিং কাজ শেষ হওয়ার পরের দিন সড়কের কার্পেটিং উঠতে শুরু করে। কয়েক মাস পরে সড়কটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিকাদার সড়কটির কার্পেটিং করার সময় পুরোনো ইট, খোয়া ও নিম্নমানের বিটুমিন ব্যবহার করেছেন। এ ছাড়া সড়কটি সংস্কারের সময় সঠিকভাবে রোলিং না করে তড়িঘড়ি করে কাজ শেষ করেছেন। আলফাডাঙ্গা পৌরসভার এল,জি,সি,আর,আর,পি কোভিড-১৯ প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৫৮ লক্ষ ১৭ লাখ ৪৬৯ টাকার কাজটি পান মেসার্স এমএম এন্টারপ্রাইজ।
পৌর সভার ইঞ্জিনিয়র জাকারিয়া আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কার্পেটিংয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছ
Leave a Reply