1. [email protected] : admin :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে মহারশী নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত

আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম। ৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় ও খৈলকুড়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। ওই সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন এবং মহারশী নদীর পাড়সহ ভাঙন এলাকায় বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২ জুলাই ২০২৪ মঙ্গলবার অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী নদীর দিঘীরপাড় ও খৈলকুড়া এলাকার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়াও প্রতিবছরই প্রায় ঝিনাইগাতী মহারশী নদীর ঢলে এমন ভাঙন দেখা দেয়। ফলে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে বেড়িবাঁধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost