1. [email protected] : admin :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

আগামীকাল বসন্তপুর নৌ-বন্দর পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পঠিত

 

তাপস কুমার ঘোষঃ
আজ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর নৌ-বন্দর দ্রুত চালুর প্রত্যাশায়, বসন্তপুর নৌ- বন্দর পরিদর্শনে আসসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব, খালিদ মাহমুদ চৌধুরী (এম.পি) মহোদয়। ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও ও বসন্তপুর নৌ-বন্দর কমিটি বাংলাদেশ আ’লীগ কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নিকট মন্ত্রী মহোদয়ের সফর প্রসংগে জানতে চাইলে এ প্রতিনিধিকে জানান, মন্ত্রী মহোদয়ের বসন্তপুর এলাকায় পরিদর্শন সুন্দর ও সফল করতে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে অনুষ্ঠানস্থল ও গমনাগমনের নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে যথাযথ তদারকী করা হচ্ছে।

 

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন মন্ত্রী মহোদয়ের এ আগমন উপলক্ষে বসন্তপুর স্থানীয় পর্যায়ে জনসভা ও সমাবেশ সর্বশেষ প্রস্তুতি বুধবার (০৩ জুলাই) বিকালে বসন্তপুর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বসন্তপুর নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা আ’ লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু ,কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোখলেসুর রহমান মুকুল, যুবলীগ নেতা রনি ও সাহেব আলীসহ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজা প্রতাপাদিত্য, রাজা বিক্রমাদিত্য ও রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর নৌ-বন্দর প্রস্তাবিত এলাকায় মন্ত্রী মহোদয়ের আগমন ও পরিদর্শন উপলক্ষে সাজ সাজ রব। বসন্তপুরে চন্দ্র ভবন প্রাঙ্গনে ৪ জুলাই বিকাল ৪ টায় সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চন্দ্র ভবনের সামনে বিশাল প্যান্ডেল, গেট নির্মাণ করা হয়েছে। বৃষ্টি হলে তার চিন্তা করে ওয়াটারপ্রুফ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য যে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও কালিগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এলাকার লেখক, কবি সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, নাট্যকর্মীবিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে বসন্তপুর চন্দ্র ভবন প্রাঙ্গণে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।সেখানে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোজাম্মেল হক রাসেল মহোদয়কে কবি ও সাংবাদিক শিল্পীরা বসন্তপুরের সার্বিক বিষয়ে ধারণা দেন। বিশেষ করে ১৯৬৫ সালে বসন্তপুর নৌবন্দর টি বন্ধ হওয়া হয়ে যায় এই এলাকায় পুনরায় বন্দর চালু ও একটি পার্ক নির্মাণের দাবি তুললে তিনি বিষয়টি তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব, মোস্তফা কামাল মহোদয়ের কাছে লিখিতভাবে দৃষ্টি আকর্ষণ করেন। এক পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় বসন্তপুরের নৌ বন্দরটি পুনরায় চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন দাখিল করেন ইতিমধ্যে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়া কর্মীরা একাধিক নিউজ প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বসন্তপুর নদী বন্দর পুনরায় চালুর বিষয়ে অনুশাসনসহ সার্ভে টিম পাঠান পরবর্তীতে এই কমিটি ইছামতি কালিন্দী ও কাশিয়ালি নদীর ত্রি মোহনায় ওপরে হিঙ্গলগঞ্জ এপারে বসন্তপুর নদীবন্দর পুনরায় চালুর বিষয়ে গেজেট আকারে প্রকাশিত হয় দেবভাটা উপজেলার কোমরপুর ইছামতি নদী এলাকায় হয়ে কালিগঞ্জ উপজেলার বাগমারী কালিন্দী নদী পর্যন্ত নদী এলাকা চিহ্নিত করে দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর খুলনায় একটি জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ১৩ই নভেম্বর বসন্তপুরের নৌ বন্দরের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেই অনুষ্ঠানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ব্যবসায়ী, সুধী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নদীবন্ধটির কার্যক্রম চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ঘটবে এলাকায় অর্থনৈতিকভাবে সম্মৃদ্ধি হবে সেই আশায় বুক বেঁধে আছে এলাকার জনগণ ও সাধারণ মানুষ এর ফলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost