নাজমুল হক, দুর্গাপুর (রাজশাহী);
সাবেক দুইবারের রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাবেক সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা সোমবার তার সংসদীয় আসনে সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
সকাল ১০টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের জানাজায় সরাসরি অংশ নিতে না পেরে দূঃখ প্রকাশ করে অডিও কনফারেন্সের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন স্থানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এমপি।
মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল বুলু, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম সহ দুর্গাপুর পুঠিয়া উপজেলা ও রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানাযায় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করে খুব সংক্ষিপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোবারক হোসেন শিশির
দুর্গাপুর,রাজশাহী।
১জুলাই ২০২৪
Leave a Reply