শিমুল তালুকদার, সদরপুর থেকে
বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মোঃ হুমায়ুন কবির কে ফরিদপুরের সদরপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ঘোষণা করায় শুভেচছা জানিয়েছেন সদরপুর উপজেলার সাংবাদিক মহল সহ বিভিন্ন সংগঠন। সাংবাদিক হুমায়ুন কবির সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা মরহুম হাশেম মোল্লার পুত্র। সাংবাদিকতার পাশাপাশি হুমায়ুন কবির চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক হুমায়ুন কবির সদরপুর প্রেসক্লাব ছারাও বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালের প্রথম দিকে ফরিদপুরে চাষী বার্তা পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু। তারপর কাজ করেছেন দৈনিক আল আমীন, দৈনিক স্বাধীন মত, সহ বিভিন্ন পত্রিকায়। বর্তমানে হুমায়ুন কবির দৈনিক আজকালের খবর, দৈনিক পল্লীবার্তা ও সোনালী টেলিভিশন এ সাংবাদিতা করছেন। সাংবাদিক হুমায়ুন কবির কে সদরপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য ঘোষণা করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার এবং সাধারণ সম্পাদক সোবাহান সৈকত।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর।
Leave a Reply