শিমুল তালুকদার সদরপুর থেকে
ভ্যাপসা গরম আর ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ হয়ে পড়েছে সদরপুর উপজেলাবাসী। গত কয়েকদিন যাবৎ সদরপুর উপজেলায় প্রখর তাপদহ আর ভ্যাপসা গরমে এমনিতেই জনজীবনে অস্থিরতা, তার মধ্যেই চলছে অব্যাহত ঘন ঘন লোডশেডিং। প্রতি ৩০ মিনিট বিদ্যুৎ থাকলে পরবর্তী ১ ঘন্টাও দেখা মেলেনা বিদ্যুতের। এতে চরম বিপাকে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে শিশু,বৃদ্ধ, স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরা। একদিকে গরমে অস্থির অপরদিকে পড়ালেখায় বিঘ্ন ঘটছে চরম ভাবে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের ষাম্মামাসিক পরীক্ষা সন্নিকটে। অব্যাহত লোডশেডিং এর কারনে বিঘ্ন ঘটছে পরীক্ষার প্রস্তুতির। অব্যাহত লোডশেডিং এর ব্যাপারে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে( ওজোপাডিকোলি) সদরপুর অঞ্চলের আবাসিক প্রকোশলী মোঃ সাখাওয়াত হোসেনে এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সদরপুর অঞ্চলে প্রায় ১৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের ডিমান্ড প্রায় ৭ মেঘাওয়াট থাকলেও বরাদ্দ হচ্ছে মাত্র সাড়ে তিন মেঘাওয়াট। যার ফলে নিয়মিত লোড শেডিং হচ্ছে। আগামীতে বরাদ্দ বেশি হলে হয়তোবা লোডশেডিং কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি। সাধারণ জনগন মনে করেন, সদরপুর উপজেলায় হাজার হাজার ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করে। প্রতিনিয়ত অপরিকল্পিত ভাবে অটোগাড়ীর ব্যাটারী চার্জ দেওয়ার কারনে বিদ্যুতের ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। সচেতন মহল বলছেন প্রতি অর্থবছরই বিদ্যুতের মুল্যবৃদ্ধি পেলেও গ্রাহকের সেবার মান বাড়ছেনা, তাই বিদ্যুতের মুল্য আরো একটু বৃদ্ধি করে হলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিস দিয়ে গ্রাহক সেবার মান বাড়ানো উচিত। আগামীতে বিদ্যুতের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ঠ উর্ধতন কর্তপক্ষ যথাযথ ব্যাবস্থা গ্রহনের পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা সদরপুর উপজেলাবাসীর৷
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
Leave a Reply