গত ২৫ জুন মঙ্গলবার সরকার অনুমোদনহীন নিউজ পোর্টাল সংবাদ চলমান-এ প্রকাশিত রাজশাহীর দুর্গাপুরে পরকীয়ার জেরে লতিফের ওপর হামলা নামক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। রাজশাহীর দুর্গাপুর পৌরসভার চককৃঞ্চপুর গ্রামের বাদেশ এর পুত্র আলমগীর হোসেন এবং প্রতিবেশী দেরাজের পুত্র আব্দুল লতিফ এর ছোট ভাইয়ের নাম আলমগীর হোসেন। একই নামের সুবাদে আব্দুল লতিফ ও আলমগীর হোসেনের সাথে দীর্ঘদিন থেকে বড়ভাই ছোটভাই এর সম্পর্ক। আমাদের দুটি পরিবারের মধ্যে অদ্যবধি আত্মীয়তা ও সুসম্পর্ক বিদ্যমান। সংবাদের তথ্যদাতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের দুইটি পরিবারের ভালো সুসম্পর্ককে নষ্ট ও বিভেদ তৈরীর উদ্দেশ্যে সাংবাদিককে মিথ্যা বানোয়াট তথ্যদিয়ে এই ধরনের মানহীন কুরুচিপূর্ন সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা দুইটি পরিবারের নিন্ম স্বাক্ষরকারীগন এই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোনিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ২২জুন মাগরিব পরবর্তী সময়ে আব্দুল লতিফের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং বামহাতের একটি আঙ্গুল কেটে ফেলে।
এসময় আব্দুল লতিফের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় অচেতন রক্তাত্ব অবস্থায় স্ত্রী সফুরা বেগম, পুত্র সন্তান হযরত আলী, আলমগীর হোসেন সহ অন্যঅন্য প্রতিবেশীরা আব্দুল লতিফকে নিয়ে প্রথমে দুর্গাপুর ও পরে রাজশাহী রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের দুইটি পরিবারের মধ্যে কোনদিন কোন বিষয়ে মনমালিন্য, সিদ্ধান্তহীনতা বা দ্বিমত হয়নি। আমাদের মধ্যে আত্মীয়তা ও সুসম্পর্ক আছে এবং সারা জীবন থাকবে বলে আমরা উভয় পরিবারের সদস্যরা মনেকরি। আমরা উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই অতর্কিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবাদকারী
১) মোঃ আব্দুল লতিফ, ২) মোছাঃ ছফুরা বেগম, ৩) মোঃ আলমগীর হোসেন
Leave a Reply