1. [email protected] : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

 

তাপস কুমার ঘোষঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ জুন-২৪) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ এস এম মহিদার রহমান সভাপতি, বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সিনিয়র সহ সভাপতি ও দি ডেইলি ট্রাইবুনালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি এম কামরুজ্জামান সহ সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু ও দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান সম সংখ্যক (৫৯) ভোট পেয়ে যুগ্নভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগের বার্তা ও দৈনিক ভোরের পাতা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এম হাফিজুর রহমান শিমুল ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর পেয়েছেন ৪৪ ভোট। অর্থ সম্পাদক পদে এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি ৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক স্বাধীন ভোর পত্রিকার মোঃ মনিরুজ্জামান মনি পেয়েছেন ১৮ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি আতিকুজ্জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন পেয়েছেন ৪৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদার পেয়েছেন ২৬ ভোট। কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু ১০১ ভোট প্রথম, দৈনিক আজকের জনবানী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আসাদুজ্জামান লিটন ৮৫ ভোট পেয়ে দ্বিতীয়, দৈনিক পত্রদূত পত্রিকার শেখ আব্দুল আলিম ৭৩ ভোট পেয়ে তৃতীয়, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান ৭২ ভোট পেয়ে চতুর্থ এবং মোঃ আব্দুস সামাদ ৫০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

নিবার্চনে ভোট পর্যবেক্ষণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন, সাতক্ষীরা জর্জকোটের পিপি এড. আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুভাষ চৌধুরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী সীমা সিদ্দিকীসহ অন্যান্যরা। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এড. এবি এম সেলিম ও অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost