মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দিনে ১৭ জুন সোমবার বাংলাদেশ গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইয়াদ আলী মোড়লের নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী গাবুরা ইউনিয়নের দারিদ্র্য মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।
কুরবানির গোশত বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ ইয়াছিন আরাফাত,যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ঢালী হাফিজুর,সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন,সহ-সভাপতি গাজী নুরইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন সাতক্ষীরা জেলা স্বমন্বয়ক সাংবাদিক মোঃ আলফাত হোসেন সাংবাদিক জি,এম আমিনুর রহমান, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।
এ সময়,মোঃ আল-আমীনের সঞ্চালনায় প্রায় শতাধিক পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কুরবানী করার সামর্থ না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। দেশে ইসলামী হুকুমত ও সরকারের দ্রব্যমূল্যে স্থিতি না থাকায় এভাবে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হতো না।
বাংলাদেশ গণ অধিকার পরিষদ গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে ঈদের আনন্দে শামিল করেছে। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে, ইনশাআল্লাহ।
Leave a Reply