কেরানীগঞ্জ প্রতিনিধি
বহু অপেক্ষায় থাকা মুসলমান ধর্ম প্রান মানুষের মহান ত্যাগের এই ঈদুল আযহা আজ পালিত হলো,কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এর রসুলপুর মাদ্রাসা মাঠে বিশাল আয়োজনে ঈদুল ফিতরের দুটি জামায়েত হয়,প্রথম জামায়েত সকাল ৬ টা এবং ২য় জামায়েত সকাল ৭ টায় এই ঈদুল আযহার দুটি জামায়েত ই মাঠ পরিপূর্ণ ধর্মপ্রান মূসলমান ভাইদের ঈদুল আযহার নামাজ আদায়ে,খুব সুন্দর পরিবেশে শান্তিময় ভাবে উদযাপিত হয় ঈদের নামাজ,বহু কালের এই জিলহজ্জ মাসে পশু কোরবানির মধ্যে দিয়ে যথারীতি তে এই ঈদুল আযহা পরিপূর্ণতায় পায় বিশ্বাস করেন ধর্মপ্রান মুসল্লীগন,নানা রীতি রেওয়াজে এই পশু কোরবানি পরিশ্রম আর ক্লান্তি তবুও যেন কি এক প্রশান্তি কাজ করে মনে,বছরের পর বছর যুগের পর যুগ শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে এই মুসলিম ধর্মের রীতি রেওয়াজ, প্রত্যেকেই মুক্তি লাভে পথ মত রীতি রেওয়াজ পালন করে থাকেন,প্রভু কে খুশি করার উদ্দেশ্যে এই ত্যাগ পশু কোরবানি এবং পশুর মাংশ ভাগ বন্টনের মধ্যে দিয়েই দিনের ইতি টানেন মুসলিম ধর্মের সকলে এভাবে চলেছে।
Leave a Reply