স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খুলনা -১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল।এক শুভেচ্ছা বার্তায় খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) সংসদ সদস্য ননীগোপাল মন্ডল বলেন, আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দূর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ।
নির্বাপিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী। অগনন সুহৃদের প্রতি অবারিত শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক। এমপি ননীগোপাল মন্ডল,বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি। আমরা আজ জাতি,ধর্ম বর্ন নির্বিশেষে একটি ভ্রাতৃত্বপূর্ণ ,সৌহাদ্ধপূর্ণ,এক অম্প্রদায়িক সুখী সুন্দর বাংলাদেশ গড়বোই গড়ব।“ জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু”।তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই আহ্বান জানান। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানান এমপি ননীগোপাল মন্ডল।
Leave a Reply