1. [email protected] : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

কুমিল্লা জেলা ০৩টি চোরাই মোটর সাইকেলসহ ০৬ জন আসামী গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত

 

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।

গত ১১/০৬/২০২৪খ্রিঃ তারিখ ২২:৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০৩ মোটর সাইকেল আসতে দেখলে দাঁড়ানো সংকেত দেন এবং তাদেরকে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বললে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে না। পরবর্তীতে সন্দেহ হলে মোটরসাইকেল গুলো তল্লাশি ও পর্যবেক্ষণ করলে ০৩টি মোটর সাইকেলের মধ্যে একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল বুড়িচং থানার মামলা নং-১৪(০৬)২৪ এর বর্নিত মোটর সাইকেল এর সাথে মিল পাওয়া যাওয়ায়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে, আসামীগন বুড়িচং থানায় দায়েরকৃত মামলার ঘটনার সত্যতা স্বীকার করে এবং জানায় যে, তারা পরস্পর যোগসাজসে কালো রংয়ের মোটর সাইকেলটি গত-০১/০৬/২০২৪খ্রিঃ তারিখ বুড়িচং থানাধীন শংকুচাইল বাজারস্থ “রাদিফা অটো বাইক নামক” দোকানের সামনে থেকে চুরি করে।বুড়িচং থানার মামলার বাদীকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসলে বাদী রিফাত হোসেন (২৫) মোটরসাইকেলটি দেখে তার বলে সনাক্ত করেন। তাৎক্ষনিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তিনটি মোটরসাইকেল জব্দপূর্বক ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৭ , তারিখ-১২/০৬/২৪খ্রিঃ, ধারা-৪১৩/৩৪ পেনাল কোড মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানাঃ-
১। শফিউল ইসলাম জনি (২৮), পিতা- দুলাল হোসেন, গ্রাম-বাকশিমুল, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা,
২। মোহাম্মদ নাজমুল রেজা হৃদয় (২২), পিতা-মৃত রেজাউল করিম, গ্রাম- বাকশিমুল (দক্ষিণ পাড়া), থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৩। মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি (২৪), পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-বাক শিমুল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
৪। মোঃ শাহিন (২৩), পিতা-কেতু সর্দার @ কেতা, গ্রাম- বাকশিমু, থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৫। মোহাম্মদ নয়ন (১৯), পিতা-মোঃ আলম, গ্রাম-মহারং, ১নং ওয়ার্ড পৌরসভা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা,
৬। মোঃ শাওন (১৯), পিতা-মোঃ কামাল, গ্রাম-বেলাশ^র, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা

উদ্ধারকৃত মোটরসাইকেল এর বিবরণঃ-
১। একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৫-০৮২৪,
২। একটি পুরাতন নীল রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA R15 V-3 মোটর সাইকেল,
৩।একটি পুরাতন কালো রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA MT-15 মোটর সাইকেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost