1. [email protected] : admin :
বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

উলিপুরে সর্বস্তরের জনগণের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সিসি টিভির আওতায় উলিপুর উপজেলা
পুলিশের প্রচেষ্টায় নাগরিক নিরাপত্তার জন্য কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। যা উলিপুর থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার দুপুরে উলিপুর বাজারের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এই সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) পংকজ চন্দ্র রায়, পিপিএম।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা সহ উলিপুর উপজেলা বণিক সমিতির সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।

এ বিষয়ে উলিপুর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই রোধ ও যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিসিটিভি ক্যামেরা।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী পৌরসভা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি এবং তার সাথে আজকে যুক্ত হলো উলিপুর। পাশাপাশি অন্যান্য উপজেলাতেও কার্যক্রম চলমান আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় আনবো এবং যার নিয়ন্ত্রণ থাকবে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ সুপার আরও বলেন ইতিমধ্যেই আমরা সিসিটিভি ক্যমেরার ফুটেজের মাধ্যমে কয়েকটি চুরি, অটো ছিনতাই, সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। যা ভবিষ্যতেও আমাদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost