আশিকুর রহমান
গবা পান্ডে, আমাদের এমপি, জনতার প্রিয় মুখ,
আপনার কাজের জ্যোতিতে উদ্ভাসিত সুখ।
জনসেবায় আপনি সবার আগে,
আপনার হাতে সমাজের উন্নতি লাগে।
গ্রামের মাটির সন্তান আপনি, হৃদয়ে সেবা,
আপনার নেতৃত্বে আমরা পেয়েছি নবজীবনের স্বাদ।
আপনার কথায় থাকে সাহসের বার্তা,
আপনার কাজে আমরা পাই প্রেরণার স্তবক।
আপনি আমাদের আশার আলো, উন্নতির পথিক,
আপনার সাথে এগিয়ে চলে উলিপুরের জনগণ।
আপনার পরিকল্পনায় সমাজের উন্নয়ন,
আপনি আমাদের গর্ব, গবা পান্ডে, সবসময় প্রিয়জন।
আপনি যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ নেতা,
আপনার হাতে থাকে সবার জন্য মুক্তির কেতা।
আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা,
গবা পান্ডে, আমাদের এমপি, হৃদয়ের অবিচ্ছেদ্য আশা।
Leave a Reply