স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারায় ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (১২ জুন ) সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রামের বেলাল হোসেনের বাড়ীর পাশে পাকা রাস্তার উপরে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর উৎপল কুমার সরকার সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে ইন্দুরপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে মাদক ব্যবসায়ী বেলাল উদ্দিন (৪০) কে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
বেলাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply