কুড়িগ্রামের উলিপুরে ধরনিবাড়ি ইউনিয়নের ভিজিএফ ও ভিজিডির বিক্রিত চাল চৌমোহনি বাজার নেবার পথে ধরনিবাড়ি মধুপর মাস্টার পাড়া গ্রামে আটক করেন স্থানীয় জনতা। জানা যায় আজ বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ এবং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়স্কুলে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরন করা হয়। স্কুল থেকে আনুমানিক ২০০ কেজি চাল বিভিন্ন রংয়ের প্লাস্টিক বস্তায় ও খাদ্য অধিদপ্তরের সিলমহর কৃত বস্তায় পাচার কালে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের একটি চৌকশ টিম ঘটনা স্থলে পৌছে সত্যতা পান। বিক্রিত মালের মালিক না থাকায় চাল নিয়ে দিধাগ্রস্থ পুলিশ। ১২টা থেকে বিকাল ৪. ৪৩ মিনিট পর্যন্ত আটক কৃত চাল ঘটনা স্থলে রয়েছে। স্থানীয় রাজু নামের এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান অপরিচিত একটি অটোতে কিছু বস্থা চাল নিয়ে যাচ্ছিলো আমাদের সন্দেহ হলে আমরা অটোচালক কে জিজ্ঞেস করলে তার কথাবার্তা সন্দেহজনক হলে চাল আটক করে পুলিশে খবর দেই।পুলিশ ঘটনাস্থলে আছেন দেখি তারা কি করেন।
Leave a Reply