স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে পল্লীবিদ্যুতের অনিয়ম ও দুনীতির বিরেদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমবার বিকেল ৫ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া বাজারের চৌরাস্তা মোড় ও তেতুল তলা মোড়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগমারা উপজেলা কমিটির উদ্যোগে পল্লীবিদ্যুতের অনিয়ম ও দুনীতির বিরেদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বাগমারা উপজেলার সভাপতি কমরেড শ্রী বিজন সরকার ও বাগমারা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে তারা বলেন, পল্লীবিদ্যুতের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধ করতে হবে। অন্যের জমিতে পল্লীবিদ্যুতের পুল থাকে আর নিজ বাড়িতে মিটার থাকে আর পল্লীবিদ্যুৎ ভাড়া নিচ্ছে এটা বন্ধ করতে হবে।
এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগমারা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড ইমাজ উদ্দিন প্রামাণিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগমারা উপজেলা কমিটির সদস্য তফিজ উদ্দিন ও আক্কাস আলী।অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, বাগমারা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড আবুল কাশেম।
Leave a Reply