শিক্ষারমান ও শিক্ষা ভবনের অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। তেমনি চট্টগ্রাম জেলার অন্যতম উপজেলা ঐতিহ্যবাহী হাটহাজারী। এই হাটহাজারী এলাকায় সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসার শিক্ষারমান উন্নয়নে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিকতার সাথে পাঠদানে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের নতুন শিক্ষাকারীকুলামে পাঠদানের জন্য শিক্ষকদেরও বাস্তবমুখী ট্রের্নিং, ওয়ার্কসপগুলোতে অংশগ্রহণ করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদেরও স্মার্ট নাগরিক হতে হবে শিক্ষার্থীদের আলোকিত সু-নাগরিক গড়তে অভিভাবকদের পর শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। হাটহাজারী উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী অদ্য ৭ জুলাই বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষারমান উন্নয়নে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী কে বিপুল ভোটে নির্বাচিত করায় হাটহাজারীবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। এসময় উপস্থিত ছিলেন বাসকশিপ, চট্টগ্রাম বিভাগের সভাপতি সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক ড.মো: মোজাহেরুল আলম, সহ-সভাপতি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, কাওখালী সরকারি ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো: নুরুল আজম, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: দৌলত মিয়া, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের সহকারি লাইব্রেরিয়ান মো: জাবেদ হোসেন, নুর মোহাম্মদ, মোহাম্মদ ইসমাইল জীম প্রমুখ। মতবিনিময় শেষে বাসকশিপ পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply