রেজাউল করিম, জেলা প্রতিনিধিঃ
নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে “মাহিন মেডিকেল হল” নামে একটি দোকান থেকে ৩২” এলইডি কালার টিভি,ফার্মেসির বিভিন্ন প্রকারের প্রায় ২০ হাজার টাকার মূল্যের ঔষধ ও অন্যান্য সরঞ্জামাদি চুরি হয়েছে। এছাড়াও দোকান ভেঙে ভিতরে প্রবেশ করায় দোকান মেরামত বাবদ অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।।
পলাশীকুড়া গ্রামে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেড়েই চলছে, এ যেন নাগালের বাহিরে চলে যাচ্ছে।এর মধ্যে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েল,বৈদ্যুতিক পানির মোটর থেকে শুরু করে বিদ্যালয়ের অনেক সরকারি ব্যবহৃত জিনিসপত্র চুরি হয়েছে। এছাড়াও এলাকাটির পাশে বালু উত্তোলনের স্থান থেকে বালু উত্তোলনের মেশিন অনেকবার চুরি হওয়ারও নজির রয়েছে।এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিশাল চাঞ্জল্যকর পরিস্থিতি, আতঙ্ক বিরাজ করছে।
“মাহিন মেডিকেল হল” দোকানের স্বত্বাধিকারী জনাব মোঃ মাসুদ করিম *দৈনিক আজকের বাংলাদেশ*কে জানান, বুধবার (৫ জুন) সারা দিন এবং ঐ দিন দিবাগত রাত ১২ টা পর্যন্ত দোকান করে বাসায় চলে যান। পরের দিন বৃহস্পতিবার তিনি তাঁর পেশাগত কাজে বাড়ির বাইরে অবস্থান করেন এবং ঐ দিন বাড়িতে ফিরে এসে দোকান খুলতে গিয়ে এ চুরির ঘটনাটি অবলোকন করেন।
স্থানীয় বাসিন্দা এবং উক্ত চুরির ঘটনায় ভুক্তভোগী দোকানের স্বত্বাধিকারী জনাব মোঃ মাসুদ করিম জানান, অনেক দিন থেকেই এলাকায় মাদক সেবন, ইয়াবা সেবন,জুয়া খেলা, স্কুল প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং স্কুল প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া কিশোর গ্যাং নামে জ্ঞাত কিছু সংখ্যক ছেলেবেলে দিনরাত বাজারে আড্ডার নামে পরিবেশ নষ্ট ইত্যাদি বিরাট আকার ধারণ করেছে। আর এরাই এ চুরির ঘটনার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা মন্তব্য করেন।।
এ নিয়ে প্রশাসনের কোন বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দেখা যাচ্ছে না। এসব চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে না পারায় দোকান ব্যবসায়ীরা **জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা** কে সড়ক অবরোধ ও প্রতিবাদ-সমাবেশ করবেন বলে জানান। দোকানগুলো বাজারের প্রধান সড়ক ঘেঁষে অবস্থিত হওয়ার কারণে দোকানগুলোর পেছন থেকে টিন বা সিলিং কেটে সহজে চুরি করে থাকে। তবে স্থানীয়রা উপজেলা বা ইউনিয়ন প্রশাসন বা থানা প্রশাসন কর্তৃক চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানিয়েছে।।
তাই আজ শুক্রবার (৭ জুন) নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান জনাব হাজী মোঃ মোশারফ হোসেন এবং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোঃ জামাল উদ্দিন পলাশীকুড়া এলাকায় জনসভা করতে এলে উক্ত চুরির ঘটনাটি পরিদর্শন করেন এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণে স্থানীয়দের আশ্বাস দেন এবং নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)র মাধ্যমে এলাকাটির দায়িত্বে থাকা এস আই (উপপরিদর্শক) মোঃ আমিনুল ইসলাম কর্তৃক উক্ত ঘটনাটি তদন্ত করার আহবান করা হয়।
তাই স্থানীয়রা উক্ত চুরির ঘটনাটি প্রশাসনকে দ্রুত তদন্তগ্রহণপূর্বক জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির জোড় দাবি জানিয়েছে।
Leave a Reply