1. [email protected] : admin :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নেসকো ও পল্লী বিদ্যুৎতের কর্মীদের মধ্যে সংঘষ, আহত ১০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিতরনকারী দুটি প্রতিষ্ঠান নেসকো ও পল্লী বিদ্যুৎতের কর্মীদের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। শনিবার দুপুুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা আতাহার বুলনপুর এলাকায় বিদ্যুৎ এর লাইন নির্মান কাজকে ঘিরে দুটি প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় প্রতিষ্ঠানে অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন
প্রত্যক্ষদর্শীরা জানায়,উভয়পক্ষে প্রথমে বাকবিতন্ডা ও পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পরে। উভয় পক্ষে শতাধিক লোক সংঘর্ষে জড়ান। তাঁদের হাতে লাঠি রড নিয়ে ধাওয়া ও ইটপাটকেল নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। আধাঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের সামনেই ঘটে গাড়ি ভাঙ্গচুর ও লাঠি ও রড হাতে ধাওয়া ও ইটপাটকেল পাটকেল ছোঁড়ার ঘটনা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নেসকো ও পল্লী বিদ্যুৎকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় এখনো কোন পক্ষই থানায় মামলা করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost